বশির ইবনে জাফর: অধিকার বাস্তবায়ন কমিটি-অবাক এর পূর্নাঙ্গ কমিটি গঠন উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০.০০ টায় পল্টনস্থ অবাক এর অস্থায়ী কার্যালয়ে মানবাধিকার কমিশন ঢাকা কলেজ জোনের প্রতিনিধি মোঃ শোয়াইব এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোঃ শোয়াইব বলেন, বাংলাশের মৌলিক মানবাধিকার পরিস্থিতি খুবই নাজুক। প্রতিদিন পত্রিকার পাতা উল্টালে এবং টেলিভিশনের খবর দেখলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বুঝতে কারো একটুও কষ্ট হবার কথা নয়। গুম-হত্যা, সন্ত্রাস, রাহাজানি, সংবাদপত্রের বাকস্বাধীনতায় হস্তক্ষেপ এসব ঘটনার মাধ্যমেই বুঝা যায় দেশের মানবাধিকার পরিস্থিতি কতটুকু অবনতি হয়েছে।
তিনি বলেন, যারা মানুষকে মুক্ত চিন্তা, বাক ও বিবেকের স্বাধীনতা নিয়ে মুখে ফেনা তুলেছেন, তারাই আবার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য মুক্ত চিন্তা ও বাক স্বাধীনতা হরণ করেছেন। কাজেই দেশের জনগণের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় নতুন ও প্রতিষ্ঠায় সবাই হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় জাতীয় পর্যায়ে কাজ করার জন্য নিবেদিতপ্রাণ কর্মীদের নিয়ে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে উপস্থিত সকলের প্রস্তাবনার ভিত্তিতে সভাপতি কাজী আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক, জি এম সানাউল্লাহ’র নাম গৃহিত হয়।
এছাড়াও কমিটির অন্যান্য পদে রয়েছেন
সহ সভাপতি, আব্দুল্লাহ মামুন
” শুয়াইব আহমাদ
’’ বশির ইবনে জাফর
যুগ্ম সম্পাদক, শাহরিয়ার ইমরান
’’ আরমান হুসাইন
সাংগঠনিক, হুজাইফ আমিন
সহকারী ’’ মাহবুব হাসান ইমন
অর্থ সম্পাদক, মাহমুদুল হাসান বাঙ্গালী
সহকারী ’’ মোবারক হুসাইন
দফতর সম্পাদক, হাম্মাদ বিন মোশারফ
তথ্য বিষয়ক সম্পাদক, আরিফ বিল্লাহ
সহকারী ” মোহাঃ জুনাইদ
” ” মোহাঃ মোরছালিন
প্রচার সম্পাদক, মাহবুব নাহিয়ান
প্রচার সম্পাদক, মাহবুব নাহিয়ান
সহকারী ’’ আশিকুর রহমান
” ’’ হেদায়েতুল্লাহ বিন হাবীব
” ’’ ওমায়ের আল ফারহান
মিডিয়া পরিচালক, নকীব মুহাম্মাদ হাবীবুল্লাহ
সহকারী ’’ মোহাঃ হুজাইফা
” ’’ মোহাঃ ইবরাহীম
সদস্য, মামুনুর রশীদ
‘’ মোহাঃ ইয়াকুব
এআর