আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বিভিন্ন ইসলামি স্কলারের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে। তাদের ব্যাপারে আল কায়দার সমর্থক এ অভিযোগ পাওয়ার পর ওই অ্যাকাউন্টগুলো বন্ধ করে টুইটার। খবর গার্ডিয়ানের
সম্প্রতি জর্দানের আবু কাতাদাসহ আরও তিন ইসলামি তাত্ত্বিকের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে জঙ্গিবাদের সমর্থনে প্রচারণার অভিযোগ রয়েছে বলে জানায় টুইটার কর্তৃপক্ষ।
ওই তিন ইসলামিক স্কলারের নাম আল-মাকদিসি, আবু কাতাদা ও আল-সিবাই। প্রতিদিন তাদের অ্যাকাউন্টগুলো কয়েকবার করে ব্যবহার করা হতো বলে জানায় টুইটার এবং অ্যাকাউন্টগুলোতে আইএস এর সমর্থনে প্রচারণা চালানোর অভিযোগ আনে প্রতিষ্ঠানটি।
বেশ কিছুদিন ধরেই টুইটার কর্তপক্ষ এমন প্রচুর অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে। এর ফলে তারা এখন টেলিগ্রাম নামক অপর একটি ম্যাসেজিং সেবার মাধ্যমে নিজেদের প্রচারণা চালাচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, আবু কাতাদা ব্রিটিনে অবস্থানকালে তার বিরুদ্ধে জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগ পাওয়া গেলে তাকে জর্দানে ফেরত পাঠানো হয়। প্রায় ১০ বছর মামলা চলার পর তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ থেকে তাকে মুক্তি দেওয়া হয়। গত বছর কারাগার থেকে মুক্ত হওয়ার পর থেকে তিনি প্রতিনিয়ত আইএস-এর বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্য দিয়ে আসছেন।
আরআর