সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


ছাত্রকে মারধরের কারণে মাদরাসা শিক্ষক বহিষ্কৃত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam-madrashaআওয়ার ইসলাম: ছাত্রকে মারধর করার অভিযোগে এক শিক্ষককে বহিষ্কার করা হল মাদরাসা থেকে। ঘটনাটি ঘরেছে ভারতের বসিরহাট জেলার কাটায়াহাট আল হেরা অ্যাকাডেমিতে।

রোহন মোল্লা নামে বছর সাতেকের ওই ছাত্রকে অতিরিক্ত মারধরের কারণে অসুস্থ হয়ে পড়লে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। রোহনের বাবা এনাম মোল্লার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ওই মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা নিজামউদ্দিম জানান, মাস দেড়েক আগে অ্যাকাডেমির অধীনে থাকা মাদরাসার আরবি বিভাগে ভর্তি হয় রোহন। সে দুষ্টুমি করায় আব্দুল ওয়াদুদ নামের এক শিক্ষক তাকে বেধড়ক পিটুনি দেন। ছাত্রকে মারধর সমর্থনযোগ্য নয়। তাই ওই শিক্ষককে মাদরাসা থেকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ ও মাদরাসা সূত্রে জানা গেছে, দিন কয়েক আগে রোহনের বাবা লোক মুখে জানতে পারেন, তার ছেলেকে মারধর করেছেন করছেন এক শিক্ষক। রবিবার তিনি মাদরাসায় গিয়ে দেখেন, ছেলের সারা গায়ে কালসিটে দাগ। তারপর তিনি বিষয়টি মাদরাসার প্রধান শিক্ষক এবং পরিচালনা কমিটিকে জানান। ওই প্রতিষ্ঠানের কর্ণধার আকবর আলি সর্দার বলেন, ‘‘রোহন একটু বেশি দুষ্টামি করত এটা ঠিক। কিন্তু তাকে যেভাবে মারা হয়েছে সেটি সমর্থনযোগ্য নয়। তাই মুর্শিদাবাদ থেকে আসা ওই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।’

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ