আওয়ার ইসলাম: মুসলিমরা বড়দিনের উৎসব পালন করে সাজা হবে ৫ বছর। এমনই ঘোষণা দিয়েছেন ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়া।
এছাড়াও নিষেধাজ্ঞায় বড়দিনের কোনো গান গাওয়া বা ছবি ফেসবুকে আপলোড করলেও সাজা আছে। খবর ডেইলি মেইলের।
ব্রুনাইয়ের খ্রিস্টানদেরও তিনি হুঁশিয়ার করে দিয়েছেন তারা যেন গোপনে নিজেদের মধ্যেই উৎসব পালন করে। কোনো মুসলিমকে যেন তাদের অনুষ্ঠানে প্রবেশ করতে না দেয়।
উল্লেখ্য, ব্রুনাই পূর্ণাঙ্গ ইসলামি শরিয়া মুতাবেক পরিচালিত দেশ।
দেশটির অন্যান্য আইনও বেশ কঠোর। দেশের কোনো মুসলমান যদি সমকামী হয় তাহলে তাদের জন্য ফাঁসি নির্ধারিত। ধর্ষণ ও মদ্যপানেরও একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এমন কি ব্রুনাইয়ে প্রকাশ্যে সিগারেট খাওয়াও নিষিদ্ধ।
ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মাঝখানে দক্ষিণ চীন সাগরের ছোট্ট এক দ্বীপরাষ্ট্র ব্রুনাই। ৪২ লাখ অধিবাসীর এক তৃতীয়াংশই অমুসলিম। যারা বিভিন্ন দেশ থেকে আগত তেল, গ্যাস, বিদ্যুৎ, খনিজ কারখানাসহ বিভিন্ন অফিস আদালতে কর্মরত। এদের মধ্যে আছে ৩০ হাজার আদিবাসী চীনা-ব্রুনাই এবং রোমান ক্যাথলিক খ্রিস্টানসহ অনেক উপমহাদেশীয় বৌদ্ধ অধিবাসী।
আরআর
রোমানিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন মুসলিম নারী