শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

১৫০০ বছর আগের ইঞ্জিল শরিফে মুহাম্মদ সা. শেষ নবি হওয়ার সংবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

old_bibel_turky

দিদার শফিক: তুরস্কে এক যাদুঘরে ১৫শ বছর আগের ইঞ্জিল শরিফ সংরক্ষিত থাকার সংবাদ পাওয়া গেছে। এ ইঞ্জিল শরিফে হযরত ঈসা আ. হযরত মুহাম্মদ সা. এর আগমনের সংবাদ দিয়েছেন। এ সংবাদে সারাবিশ্বে হৈচৈ পড়ে গেছে।

বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীগণ তুরস্কের যাদুঘরে থাকা চামড়ায় স্বর্ণখচিত লেখা এই পুরোনো ইঞ্জিল শরিফ পেতে আগ্রহী হয়ে যাদুঘর কর্তৃপক্ষের কাছে এর কপি প্রদানের আবেদন জানায়।

জানা যায়, ইঞ্জিলের এই পুরোনো নুসখাটি স্বর্ণের পানি দিয়ে হাতের লেখায় রচিত। আর এতে ১৪ মিলিয়ন অক্ষর রয়েছে।

সংবাদ মাধ্যমে প্রকাশ, ১৫শ বছর আগের পুরোনো ইঞ্জিল (বাইবেল) শরিফে ইসলামের নবি মুহাম্মদ সা. এর নাম ও তার পরিচয় স্পষ্টভাবে থাকায় খ্রিস্টানরা তাদের পোপ ও ধর্মজাযকদের এই প্রশ্ন করতে শুরু করেছেন, মুহাম্মদ সা. এর পরিচয় পবিত্র ইঞ্জিলে সুস্পষ্টভাবে থাকা সত্ত্বেও তারা কেন তা গোপন করলেন?

মুহাম্মদ সা.কে নবি হিসেবে তারা কেন মেনে নিলেন না?

ব্রিটেনের দৈনিক মেইলে জানিয়েছে, এই পুরোনো ইঞ্জিল শরিফে উদ্ধৃত হয়েছে, মুহাম্মদ সা. আল্লাহ প্রেরিত শেষ নবি। হযরত ঈসা আ. মুহাম্মদ সা. এর আগমনের সুসংবাদ দিয়েছেন এই কিতাবে।

বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে কুদরত ডটকম জানায়, ওই ইঞ্জিল শরিফের জায়গায় জায়গায় মুহাম্মদ সা. এর ধর্মকে সত্য ও সঠিক ধর্ম বলা হয়েছে।

তুরস্কের দৈনিক ‘হুরমত’ জানায়, ইস্তাম্বুল শহরের একটি যাদুঘরে ১৫শ বছর আগের এ দুর্লব ইঞ্জিল শরিফটি সংরক্ষিত আছে।

সূত্র: কুদরত ডটকম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ