সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


মালয়েশিয়ায় একসঙ্গে ৩০ বিয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

malyshia_marregeআওয়ার ইসলাম: মালয়েশিয়ার সুলতান ইদ্রিস শাহ কমিটি মসজিদে একদিনে একসাথে ৩০ দম্পতির বিয়ের আয়োজন করেছেন। শনিবার মালয়েশিয়ার ইপোতে ৩০টি বিয়ের আয়োজন করা হয়।

হেলমি আমির নূরদিন (২০) এবং নূর আথিরা মোহাম্মদ রাদজুয়ান (২২) নামের এক দম্পতি বলেন আমাদের বিয়েটাকে স্মরণীয় করে রাখার জন্য এই বিশাল বিয়ের আয়োজনের সাথে আমরাও বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি।

এভাবে বিয়ে করার ফলে সবার সাথে আমরা আনন্দ শেয়ার করতে পারবো এবং সেই সাথে আমাদের বিয়ের খরচটাও কম লাগবে। আমরা টাকা নষ্ট করতে চাই না। ভবিষ্যতের জন্য আমরা টাকা জমা রাখতে চাই।

এ বিশাল আয়োজনের মাধ্যমে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। সত্যিই এটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলে জানান হেলমি।

এ বিয়ের জন্য প্রত্যেক দম্পতিকে ১২০০ রিংগিত করে পে করতে হয়েছে এবং এক দম্পতি সর্বোচ্চ ৫০জন আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধবকে দাওয়াত করতে পারবেন।

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ