হাওলাদার জহিরুল ইসলাম
দেওবন্দ থেকে
উপমহাদেশের শ্রেষ্ঠ দীনি বিদ্যাপীঠ, আজহারুল হিন্দ বলে খ্যাত, ভারতের ‘দারুল উলুম দেওবন্দ’ মাদরাসায় ষন্মাসিক পরীক্ষা শুরু হয়েছে আজ৷ চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত৷
ছাত্রংখ্যা বেশি হওয়ায় পরীক্ষা গ্রহণ করা হবে দুই ভাগে৷ সে অনুযায়ী আজ ইবতেদাইয়্যাহ থেকে মেশকাত জামাত পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়েছে৷ দাওরায়ে হাদিসের পরীক্ষা শুরু হবে পরশু ১৮ডিসেম্বর থেকে৷
জানা গেছে, যেদিন দাওরার পরীক্ষা হবে সেদিন অন্যান্য জামাতের পরীক্ষা থাকবে না৷ এ বছর দাওরায়ে হাদিস জামাতে প্রায় ২০০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে৷
দাওরায়ে হাদিসে মোট চারটি কিতাবের পরীক্ষা হবে৷ এগুলো হলো, আবু দাঊদ শরিফ ১৮ ডিসেম্বর, মুসলিম শরিফ, ২০ ডিসেম্বর, তিরমিযি শরিফ ১ম ও ২য় খণ্ড ২৫ ডিসেম্বর, বুখারি শরিফ ১ম ও ২য় খণ্ড ২৭ ডিসেম্বর৷
বাংলাদেশের কওমি মাদরাসাগুলোতে বছরে ৩টি পরীক্ষা হলেও দারুল উলুম দেওবন্দসহ ভারতের প্রায় সব মাদরাসাতেই বছরে ২টি পরীক্ষা হয়ে থাকে৷ ষান্মাসিক ও বাৎসরিক৷
বাংলাদেশের প্রায় সব মাদরাসায় পরীক্ষা ফি নেয়া হলেও দারুল উলুম দেওবন্দে ব্যতিক্রম। এখানে শিক্ষার্থীদের থেকে পরীক্ষার জন্য কোনো ধরনের ফি নেয়া হয় না৷
পরীক্ষা প্রতিদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে শেষ হবে দুপুর ১২টায়৷ এবারের পরীক্ষার হল এশিয়া মহাদেশের সর্ববৃহৎ লাইব্রেরি (নির্মানাধীন, যা অল্প দিনেই সমাপ্ত হবে)-এর বেসমেন্ট৷ এ বছরের ভর্তি পরীক্ষাও এখানে হয়েছিলো৷ এই সুবিশাল হলটিতে একসাথে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারে।
আরআর