আওয়ার ইসলাম: আবারো সিরিয়ার প্রাচীন শহর পালমিলা দখলে নিয়েছে আইএস জঙ্গি বাহিনী। প্রায় নয় মাস পর শহরটি তারা দখলে নিতে সক্ষম হল।
তবে তাদের থেকে দখল মুক্ত করতে সরকারপন্থী বাহিনীর এখনো লড়াই করে যাচ্ছে। খবর বিবিসির।
লড়াইয়ে বহু সরকারি সৈন্য ওই এলাকা থেকে পালিয়েছে বলে জানা গেছে। তবে দু’পক্ষের লড়াইয়ে সেখানকার বেসামরিক নাগরিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পর্যবেক্ষক সংস্থাগুলো।
গত মার্চে রুশ সেনাবাহিনীর সহায়তায় আইএসের দখল থেকে মরু শহর পালমিরার নিয়ন্ত্রণ নিয়েছিল সিরীয় বাহিনী। সে সময় ওই ঘটনাকে আইএসের বিরুদ্ধে বড় ধরণের বিজয় বলে বর্ণনা করা হয়েছিল।
এআর