আওয়ার ইসলাম: আল্লাহ ছাড়া কারোর সামনে দাঁড়ানো যাবে না। কারণ ইসলাম ধর্মের নিয়ম অনুসারে সর্ব শক্তিমান আল্লাহ ছাড়া কারোর সামনে সম্মান দেখিয়ে দাঁড়ানোর বিধান নেই।
সেই ধর্মের কারণে আদালতে বিচারকের সামনে দাঁড়ালো না ইসলামিক স্টেটের নিয়োগকারীর স্ত্রী। এই কারণে ওই নারী সতর্ক করেছে আদালত।
ঘটনাটি ঘটেছে বিশ্ববিখ্যাত ক্রিকেটার রিকি পন্টিং-এর শহর সিডনিতে। চলতি সপ্তাহের বুধবার এই বিষয়ে সতর্ক করা হয়েছে মৌটিয়া এলহাজেদ নামের ওই মহিলাকে। ইসলামিক স্টেটের নিয়োগকারী হামিদ আলকুদসির দ্বিতীয় স্ত্রী এই মহিলা। ২০১৪ সালে সন্ত্রাস বিরোধী এক অভিযানে এলজাহেদ-আলকুদসি সহ এই দম্পতির দুই কিশোর সন্তানকে গ্রেফতার করে পুলিশ।
সূত্র: কলকাতা ২৪