আওয়ার ইসলাম : ইতালিতে সংবিধান সংস্কারে অনুষ্ঠিত গণভোটে 'না' ভোট জয়ী হওয়ায় পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি।
প্রধানমন্ত্রী রেনজি আগেই ঘোষণা দিয়েছিলেন, গণভোটে 'না' জয়ী হলে পদত্যাগ করবেন তিনি।
সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গতকাল রোববার দেশটিতে গণভোট অনুষ্ঠিত হয়। গভীর রাতে এক সংবাদ সম্মেলনে রেনজি বলেন, 'গণভোটের ফলের দায়ভার নিয়েছেন তিনি।'
রেনজি বলেন, সোমবার বিকেলে মন্ত্রিসভার বৈঠকে নিজের পদত্যাগের কথা জানাবেন তিনি। এরপর ইতালির প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।
আআ