আওয়ার ইসলাম: বুধবার বিকেলে ট্রাম্প ও নওয়াজের মধ্যে কথা হয়। পাকিস্তান দুই নেতার কথোপকথনের যে সংস্করণ প্রকাশ করেছে তাতে পাক প্রধানমন্ত্রী ও জনগণের উচ্ছ্বসিত প্রশংসার কথা শোনা যাচ্ছে ট্রাম্পের কাছ থেকে।
ট্রাম্প নওয়াজকে বলেন, ‘আপনার দারুণ সুনাম রয়েছে। আপনি দারুণ লোক! পাকিস্তান একটা দারুণ দেশ, দারুণ স্থান। পাকিস্তানিরা দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান মানুষদের অন্যতম। আপনার দেশে অসাধারণ সুযোগ আছে।’
ট্রাম্প কথোপকথনের শেষ মুহূর্তে নওয়াজকে বলেন, দয়া করে পাকিস্তানি জনগণকে জানিয়ে দেবেন যে তারা অসাধারণ! যেসব পাকিস্তানীর সঙ্গে আমার সাক্ষাতহয়েছে, তারা সকলেই ব্যাতিক্রমী।
তবে বিবিসি জানায়, এটি নিশ্চিত করা যায়নি এসব বক্তব্যের কত টুকু সরাসরি উক্তি।
এর ঘন্টা খানেক পর, ট্রাম্প টিমের পক্ষ হতে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বিস্তারিত বলা হয়নি কিছু। বৈঠককে ফলপ্রসূ আখ্যা দিয়ে বিবৃতিতে বলা হয়, দুই নেতা ভবিষ্যতে শক্তিশালী কার্যকরী সম্পর্ক গড়ার উপায় নিয়ে আলোচনা করেন। এতে আরও বলা হয়, প্রেসিডেন্টইলেক্ট ট্রাম্প আরও উল্লেখ করেন, তিনি প্রধানমন্ত্রীশরিফের সঙ্গে দীর্ঘস্থায়ী ও শক্তিশালী ব্যাক্তিগত সম্পর্ক গড়তেচান।
বিবিসির খবরে বলা হয়, অনেকে বলছেন ট্রাম্পের মুখ থেকে পাকিস্তানের এমন উচ্ছ্বসিত প্রশংসা কিভাবে নেবে দেশটির চির প্রতিদ্বন্দ্বী ভারত। তবে এ নিয়ে ভারতের কোন মনোভাব আছে কিনা, তা জানা যায়নি।
আরআর