আওয়ার ইসলাম: এসো দেশকে জানি স্লোগানে শিশুকিশোর শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের লক্ষ্যে মাসব্যাপী সাধারণজ্ঞানধর্মী প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে দেশ অধ্যয়ন কেন্দ্র ও আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।
দুটি ধাপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে কুইজে বিজয়ী ৩০০ জনকে নিয়ে বিজয় উৎসব ও ১০জনকে ‘দেশ গবেষক সম্মাননা পত্র’সহ আকর্ষণীয় পুরষ্কার দেয়া হবে। অনুষ্ঠানটির স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ ও হামদর্দ
প্রতিযোগিতাটি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। কুইজ ১৭ ও ১৮ তে অংশগ্রহণকারীদের মধ্যে লটারিতে বিজয়ী ৪০ জন হলেন:
কুইজ ১৭
রুহুল আমিন
ফাইজুর রহমান
নওশাদ মাহফুজ সিয়াম
জুবাইদুল হক
মুহিব্বুল মুরসালিন
জিন জিলানী
আজাদ রহমান
বাবু
তাহমিনা আফরিন স্বর্ণা
আনোয়ার হোসাইন
শাহ আলম ঝন্টু
নুসরাত জুহা
সালাহ উদ্দীন
মাহবুব করিম
শেখ আজিজুর রহমান মাসুম
এমডি তুহিন
সোহেল ইসলাম
রায়হান আবির
জালাল উদ্দীন
উসমান মুনশী
নিউজটি পড়ুন : নির্যাতিত রোহিঙ্গা নারীদের পেটে বৌদ্ধ সন্তান; ক্যাম্পজুড়ে হাহাকার
কুইজ ১৮
ইমদাদ উল্লাহ
মাশরিক মুহা. জাইন
মোজাম্মেল হোসেন রাসেল
ফকির তাজরুল ইসলাম
মামুন ইসলাম
নাজমুল হাসান
ঠাকুর প্রসাদ
রেশমা আক্তার
ফেরদৌসি আক্তার
প্রদীপ রয়
কামরুল ইসলাম
মামুন ইসলাম
আবদুল্লাহ আল আমুন
মাহবুবুর রহমান
মিন্নাজ পাপিয়া
কাউসার আহমেদ
জাহিদ হাসান
অক্ষত বেদনা
হেদায়েতের আলো
আহমদ ইশফাক
কুইজ ১৯
এনামুল হাসান
এমডি কাশেম
মাসির উদ্দীন
আবুল কাশেম
মো. আরিফুল ইসলাম
সজিব ভূইয়া
তাপস সাহা নিলয়
মুহাম্মদ আবুদল্লাহ
সাইমন তারেক ইকবাল
আজিজুল হক
বিপ্লব ভূইয়া
আবদুল হাকিম
সবুজ মিয়া
রবিউল ইসলাম
জুবাইর মাহমুদ
ইন্টেলিজেন্ট মান্নান
মাসুদ রানা
সোলাইমান মিয়া
মোস্তাফা মুহা. মোস্তফা
মিলন মাহমুদ
বি.দ্র. বিজয়ীদের সবার ইনবক্সে একটি করে গোপন পিন নাম্বার দেয়া হয়েছে। ইনবক্স চেক করুন এবং নাম্বারটি সংরক্ষণে রাখুন। ইনবক্সে না পেলে অবশ্যই রিকোয়েস্ট ম্যাসেজ বা স্প্যাম ম্যাসেজ চেক করবেন।
লক্ষ্যণীয়
যে আইডি থেকে পিন নাম্বার পাঠানো হয়েছে সেটির সঙ্গে কারো ফ্রেন্ডশিপ না থাকায় আমাদের ম্যাসেজটি আপনার রিকোয়েস্ট ম্যাসেজে থাকবে। তাতেও যদি না পান তাহলে আমাদের পেইজে ইনবক্স করুন।