আওয়ার ইসলাম: একজন মুসলিমের জীবন-দর্শন একত্ববাদ। নববি আদর্শে উজ্জীবিত এই দর্শন গোটা বিশ্বে ছড়য়ে দেওয়া একজন খাঁটি মুসলিমের জীবনের মূল ব্রত। তবে এর জন্য চাই সমৃদ্ধ জ্ঞানভাণ্ডার এবং এরই সাথে সেই জ্ঞান বিশ্ববাসীর সামনে উন্মুক্ত ও বিকশিত করার হাতিয়ার শক্তিশালী ভাষায় পারদর্শিতা।
বিশ্বায়নের যুগে ভাষাজ্ঞান দাঈর জীবনের একটি অপরিহার্য অনুষঙ্গ।
কওমী মাদরাসার ছাত্রদের সমাজ ও বিশ্বের সাথে যোগাযোগ ও অবদান রাখার ক্ষেত্রে অন্যতম বাধা ইংরেজি না জানা। নতুবা জ্ঞানার্জনে শ্রম নিয়োগ, সততা ও নিষ্ঠা ইত্যাদির কোনো কমতি নেই কওমী মাদরাসা ছাত্রদের। ইংরেজিটা জানা থাকলে কুরআন-সুন্নাহর জ্ঞান-গবেষণা ছড়িয়ে দেয়া যায় সর্বত্র। এই দৃষ্টিকোণ থেকে কওমী মাদরাসার ছাত্রদের জন্য ইংরাজি শেখার কোর্স চালু করতে যাচ্ছে 'আবরার কমপ্লেক্স '।
Easy English Course for Qawni Students
(Reading- Writing-Listening- Speaking)
কেন এই পাঠশালা?
-------------------------
● আপনি কি ইংরেজিতে কথা বলতে চান?
● ইংরেজি পড়া, লিখা এবং ইংরেজি শুনে বুঝতে চান?
● ইংরেজি ভাষার চাবি নিয়ে আপনার দোর গোড়ায় আমরা…
● যোগাযোগ পদ্ধতিতে ইংরেজি ভাষা চর্চায় আমরা বিশ্বাসী।
● দূর হবে এই পাঠশালায় ইংরেজি ভীতি ইনশাআল্লাহ্।
● বিশ্বাস করুন! ইংরেজি ভাষা আরবি ভাষার চেয়ে বড়ই সহজ।
● আরবি ভাষার ব্যাকরণের সহায়তায় ইংরেজির পথ দেখাবো আমরা।
● শুধু ভাষা জানা নয় ভাষা শেখার জন্যও এই কোর্স।
● ভাষার ব্যাকরণও জানতে হবে ভাষা জানার সাথে- আমরা এটাই বিশ্বাস করি।
● আমাদের আছে দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক।
● একেবারে নিজস্ব ভাবনায় শেখাবো আমরা।
● ব্রিটিশ ও এমেরিকান উচ্চারণ পদ্ধতির বিশেষ জ্ঞান দেয়া হবে।
● ইংরেজি বই পড়া ও সহজ অনুবাদের হাতেখড়ি হবে ইনশাআল্লাহ্।
পাঠশালার আকর্ষণ:
■সার্টিফিকেট প্রদান করা হবে।
■উত্তির্ণদের পুরস্কার দেওয়া হবে।
■প্রতি ক্লাসে শিট প্রদান করা হবে।
স্থান: মা'হাদুত তা'লীমুল ইসলামিয়্যাহ, ডেমরা (ডেমরা ব্রিজ সংলগ্ন, ইসলাম ভিলা), ঢাকা-১৩৬০
পাঠশালা মেয়াদ: ডিসেম্বর-২০১৬ থেকে জানুয়ারি-২০১৭ (চার মাসব্যাপী, প্রতি শুক্রবার)
পাঠশালা ফি: ১৫০০/-
যাতায়াত: যে কোন জায়গা থেকে রামপুরা ব্রিজ বা যাত্রাবাড়ী বা চিটাগাংরোড বা তারাবো মোড় থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার নেমে টেম্পু যোগে মালা মার্কেট মা'হাদুত তা'লীমুল ইসলামিয়্যাহ (ডেমরা ব্রিজ সংলগ্ন ইসলাম ভিলা)।
আয়োজনে: আবরার কমপ্লেক্স
সার্বিক যোগাযোগ:
মাওলানা মাহমূদ হাসান কুতুব জা'ফরী
-প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি, আবরার কমপ্লেক্স।
মুহতামিম, মা'হাদুত তা'লীমুল ইসলামিয়্যাহ।
পাঠশালা পরিচালক:
মুহাম্মাদ রাশিদুল হক
ইমাম, ডেমরা জামে মসজিদ, ঢাকা।
সিনিয়র মুহাদ্দিস, নরাইবাগ ইসলামিয়া মাদ্রাসা ডেমরা ঢাকা।
শিক্ষা পরিচালক, মা'হাদুত তা'লীমুল ইসলামিয়্যাহ।
ইভেন্ট কো-অর্ডিনেটর:
ইঞ্জিনিয়ার সাকিব মুসতানসির
ফোন : 01953988643
ইভেন্ট লিংকঃ
https://www.facebook.com/events/1691368717843851/?ti=cl
আরআর