আব্দুল্লাহ বিন রফিক: আপনার যদি মনে হয় মশার কয়েলে আপনি শান্তিতে ঘুমাতে পারেন, তবে ধরে নিন আপনি নিশ্চিত ভুলের মধ্যে আছেন। এর ফলে আপনার শারীরিক ক্ষতি হচ্ছে আপনার অজান্তেই। কারণ একটি কয়েলে আছে প্রায় ৫৭টি সিগারেটের সমান ক্ষতিকর উপাদান।
সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত এক সেমিনার থেকে এ তথ্য উঠে এসেছে। এতে চিকিৎসক ও পরামর্শক ড. সুজিত রাজন বলেন, আপনি যখন একটি কয়েল জ্বালান তখন সারারাত তা আপনার ঘরে বায়ুদূষণ কার্যক্রম চালাতে থাকে; যা ৫৭টি সিগারেটের সমান ক্ষতি করে।
ইউনিসেফের এক টুইটে, দিল্লির বায়ু ২৫টি সিগারেটের সমান ক্ষতি করছে, এমন তথ্য আসার পর এই আলোচনাসভার আয়োজন করা হয়।
এতে রাজ্য সরকারের প্রতিনিধি, চিকিৎসক, গবেষক, ট্রাফিক পুলিশ অফিসার এবং সাধারণ নাগরিকেরা অংশ নেন।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া