আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর ঘোষণা দিয়েছেন 'জামাত-উদ-দাওয়া' সংগঠনেরর প্রধান হাফিজ সাঈদ।
পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের মিরপুরে রোববার এক সভায় তিনি এ ঘোষণা দেন।
সাঈদ বলেন, নরেন্দ্র মোদি যা করার করেছেন। এবার কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করার পালা যোদ্ধাদের। তিনি আরও বলেন, 'ভারত যে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, দুনিয়া তাতে গুরুত্ব দেয়নি। কিন্তু মুজাহিদিনরা যা ঘটাতে চলেছে, মানুষ অনেক দিন তা মনে রাখবে।'
কাশ্মীরে ভারতের নিপীড়নের বিষয়ে পাকিস্তান সরকারের শীতল মনোভাবের কড়া সমালোচনা করেছিলেন সাঈদ। ওই সময় তিনি কাশ্মীরের মানুষের জন্য পাকিস্তানের সক্রিয় সমর্থন চান। এই বক্তব্যের এক সপ্তাহের মধ্যেই সার্জিক্যাল হামলার হুমকি দেন তিনি।
গত ২৭ সেপ্টেম্বর কাশ্মীরে সার্জিক্যাল হামলা করেছিল ভারত। এ হামলায় পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকারী ৪০ জন কাশ্মীরি যোদ্ধাকে হত্যার দাবি করেছিল ভারত। তবে শুরু থেকেই পাকিস্তান সার্জিক্যাল স্ট্রাইকের দাবিকে নাকচ করে আসছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা