শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

কওমী মাদরাসা কর্তৃপক্ষ আইনের খসড়ায় মোটা দাগের সমস্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মামুনুল হক

ain-copy

কওমী স্বীকৃতি নিয়ে চলমান বিতর্কের মধ্যেই বাংলাদেশ জাতীয় সংসদের শিরোনাম জুড়েদিয়ে "কওমী মাদরাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন - ২০১৬"র খসড়া প্রকাশ করেছে সদ্য স্থগিত হওয়া যাচাই উপ কমিটি ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে যে, এভাবে জাতীয় সংসদের শিরোনাম ব্যবহার করে আইনের খসড়া প্রচার করাটা কতটা আইনসম্মত? তবুও অনেকেই এই খসড়া বিষয়ে আমাদের অভিমত জানতে চাইছে বিধায় আমাদের তাৎখনিক বক্তব্য তুলে ধরলাম ৷

আইনী বিষয়ের জটিল ধারাগুলো বিশ্লেষন করে চূড়ান্ত কোনো মত ব্যক্ত করা একটি সময়স্বাপেক্ষ বিষয় ৷ তবে প্রাথমিক নজরে মনে হয়েছে আইনটির পূর্ববর্তী খসড়ার ফাঁক-ফোকর কিছুটা বন্ধ করার চেষ্টা করা হয়েছে ৷ এতে কেউ আশা করলেও করতে পারে যে, নিজেদের অবস্থান মজবুত রাখতে পারলে লক্ষে পৌছা সম্ভব ৷ তবে প্রকাশিত খসড়ায় মোটা দাগের বেশ কিছু সমস্যাও আছে যা কোনোভাবেই চোখ এড়িয়ে যাওয়ার মত নয় ৷

এক

ষোল জনের যে কর্তৃপক্ষের কথা বলা হয়েছে, তাতে ৮(সদস্য)+১(চেয়ারম্যান)+১(সচিব)+১(মহিলা মাদরাসার)=১১ জন সদস্যের কথা বলা হয়েছে নিয়োগ প্রাপ্ত হবেন ৷ আর নিয়োগের ক্ষেত্রে ৫ এর খ (১) উপ ধারায় ৮ সদস্য সম্পর্কে বলা হয়েছে অনুমোদিত বোর্ড সমূহের সুপারিশের আলোকে ৷ মহিলা মাদরাসার প্রতিনিধি ১জন কীভাবে নিয়োগ হবেন সে ব্যপারে কিছুই বলা হয় নি ৷ আর ১ জন সচিব নিয়োগ হবেন কর্তৃপক্ষ কর্তৃক ৷

স্পষ্টতই বোঝা যায় চেয়ারম্যান নিয়োগ দিবে সরকার ৷ ৮ সদস্যের সুপারিশের দায়িত্ব বোর্ডের থাকলেও নিয়োগ দিবে সরকার ৷ মহিলা মাদরাসার সদস্যও স্বাভাবিকভাবেই সরকারই নিয়োগ দিবে ৷ সরকারের নিয়োগপ্রাপ্ত এই দশজন আর উল্লেখযোগ্য পাঁচ বোর্ডের পদাধিকার বলে পদ পাওয়া পাঁচজন ১০+৫= ১৫জনের সিদ্ধান্তে একজন সচিব নিয়োগ হবে ৷ তাহলে ঐ দশজনের মতে সচিব নিয়োগ হলে সেও হবে তাদেরই একজন ৷ ষোল সদস্যের কর্তৃপক্ষে এই হল এগারজন ৷

দুই

যে সকল বোর্ডের সুপারিশে ৮সদস্য নিয়োগ হবে তাদেরকে হতে হবে ২(ছ) "এই আইনের অধীনে প্রতিষ্ঠিত কওমী মাদরাসা শিক্ষা বোর্ডসমূহ" ৷

তিন

পাঁচ বোর্ডের পদাধিকার বলে যে পাঁচজন থাকবেন তাদের মধ্যে বেফাকের মাত্র একজন ৷ আর বাকি চারজন ঐ চার বোর্ডের ৷ এতে মাদরাসাসমূহের প্রকৃত প্রতিনিধিত্ব হবে না ৷ যেখানে ঐ চার বোর্ডের অন্তত দুই বোর্ডেরই অধীন মাদরাসার সংখ্যা পাঁচ ছয়শর বেশি না ৷

মোটা দাগে আমার কাছে এই বিষয়গুলোকে সমস্যাপূর্ণ মনে হয়েছে শুধু কর্তৃপক্ষ গঠনের ক্ষেত্রেই ৷
আসলে আমাদের মুরব্বীরা একসাথে বসে সকলে মিলে নিজেদের মত করে একটা প্রতিষ্ঠান গঠন করে তার মাধ্যমে স্বীকৃতি নিলেই সেটা নিরাপদ হবে বলে আমি মনে করি ৷

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ