আওয়ার ইসলাম: বাংলাদেশের একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও লেখক মুহাম্মদ জাফর ইকবাল এবং তার স্ত্রীকে মোবাইল ফোনে মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মি. ইকবাল এবং তার স্ত্রী একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াসমিন হক এ বিষয়ে সিলেটের জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি বা জিডি করেছেন।
জালালাবাদ থানার পুলিশ কর্মকর্তা আক্তার হোসেন বিবিসি বাংলাকে বলেছেন, "গত ১২ই অক্টোবর ঢাকায় অবস্থানকালে মোবাইলে মেসেজ পাঠিয়ে এই হুমকি দেয়া হয়। জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নামে ইংরেজিতে লেখা মেসেজ আসে। সেখানে 'শিগগিরই তোমাদের হত্যা করা হবে' লেখা ছিল"।
এই পুলিশ কর্মকর্তা জানান, প্রথমে ইয়াসমিন হক এবং মুহাম্মদ জাফর ইকবালের মোবাইলে মেসেজ আসে। এরপর তারা সিলেটে ফিরে থানায় এসে জিডি করেন গতকাল শুক্রবার।
যে ফোন নম্বর থেকে এই হুমকি দেয়া হয় সেটি বর্তমানে বন্ধ রয়েছে বলে জানান ওসি আক্তার হোসেন। তারা মিস্টার ইকবালের বাসভবনে এবং কর্মস্থলে নিরাপত্তা বাড়িয়েছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, হুমকি-দাতা কে বা কারা তা শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
সূত্র: বিবিসি
এফএফ