আওয়ার ইসলাম: কাবুলে একটি মসজিদে বন্দুকধারীর হামলা ১৪ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছে ৫০ জনেরও বেশি মানুষ। মহরমের শুরুতেই মসজিদের মধ্যে এ হামলা চালাল একদল বন্দুকধারী।
হামলার পর পুলিশের অভিযানে ৩ বন্দুকধারীও নিহত হয় বলে জানিয়েছে জিও নিউজ।
মঙ্গলবার রাতে এ ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের রাজধানী শহর কাবুলের এক মসজিদে। তিনজন বন্দুকধারীর হামলায় অংশ নেয় বলে জানা গেছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।
মহরমের কারণে বেশ জনসমাগম হয়েছিল ওই মসজিদে। সেই কারণে এই দিনটিকেই বেছে নিয়েছিল হামলাকারীরা। স্থানীয়দের মতে, মসজিদের ভিতরে দু’টি বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা।
দীর্ঘ দুই ঘণ্টার অভিযানের পরেও বন্দুকধারীদের কবল থেকে মুক্ত করা যায়নি কাবুলের মসজিদ। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি। শেষ পাওয়া খবরে অভিযান শেষ করেছে কাবুল পুলিশ। নিহত হয়েছে তিন বন্দুকধারী।
ওই তিনজনের পরিচ্য় এবং অন্যান্য বিষয় নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।
-জিওনিউজ টিভি