আওয়ার ইসলাম: ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা ভেঙে গেছে। এর আগে জোটের শরিক ইসলামী ঐক্যজোট, এনপিপিসহ আরো কয়েকটি শরিক দল ২০ দলীয় জোট থেকে বের হয়ে যায়। তবে এসব দলের একটি অংশ অবশ্য বিএনপির নেতৃত্বাধীন জোটে থেকে যায়।
এদিকে, সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়া জাগপার নতুন সাধারণ সম্পাদক হাজী মো. মুজিবুর রহমান অ্যাডভোকেট জাগপার নতুন নেতৃত্বের বিষয়টি নিশ্চিত করে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, জাগপার সভাপতি শফিউল আলম প্রধানকে বহিস্কার করা হয়েছে এবং ২০ দলীয় জোটে না থাকার সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতন্ত্রের জন্য ফেনা তুললেও দলের ভেতর এক নায়কত্ব প্রতিষ্ঠা, যুদ্ধাপরাধীর দায়ের অভিযুক্ত জামায়াতের সাথে ঘনিষ্ট সম্পর্ক ও মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্তদের মুক্তির দাবি, নির্বাচনী রাজনৈতিক ব্যবস্থার বিপরিতে অবস্থান গ্রহণের কারণে জাগপা সভাপতি শফিউল আলম প্রধানকে দলীয় সভাপতির পদ হতে অব্যাহতি প্রদান করা হয়েছে।
গত রবিবার দলীয় কার্যালয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)র দিনব্যাপী বর্ধিত সভায় উপরোক্ত সিদ্ধান্তসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জাগপা সহ-সভাপতি একেএম মহিউদ্দিন আহম্মেদ বাবলুর সভাপতিত্বে সভায় দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় সর্বসম্মতিক্রমে একেএম মহিউদ্দিন আহমেদকে সভাপতি, হাজি মুজিবুর রহমান অ্যাডভোকেটকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। দ্রুততম সময়ে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
আরআর