আওয়ার ইসলাম : মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাকে আইএস নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় মসুল শহরের কাছে সরকারপন্থি স্বেচ্ছাসেবী যোদ্ধাদের অবস্থানে বোমা বর্ষণ করলে অন্তত ২০ ব্যক্তি নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।
জানা গেছে, রাজধানী বাগদাদ থেকে ৩০০ কিলোমিটার উত্তরে আল কয়রা এলাকার খারায়েব গ্রামে অবস্থিত একটি ভবনের ওপর মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা চালায়। এতে ২০ জন উপজাতি যোদ্ধা নিহত হওয়ার পাশাপাশি আরো পাঁচ ব্যক্তি আহত হয়েছে বলে আরবি ভাষার শাফাক সংবাদ সংস্থা জানিয়েছে।
বিমান হামলার সময় স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্যরা ওই ভবনে আশ্রয় নিয়েছিল বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
এফএফ