আওয়ার ইসলাম : গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীতে ট্যাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় ঈদের দিনেও উদ্ধারকাজ অব্যাহত রেখেছেন সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। ঈদের উৎসব ভুলে নিখোঁজদের স্বজনরা ভিড় করছেন কারখানা চত্বরে।
আজ মঙ্গলবার সকাল থেকে ট্যাম্পাকোর কারখানার ধ্বংসাবশেষ সরাতে কাজ শুরু করেন সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
উদ্ধারকাজে অংশ নেওয়া সেনা ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, কারখানার অভ্যন্তরে ইথাইলের ড্রামগুলো বিস্ফোরণের আশঙ্কায় সতর্কতার সঙ্গে কাজ করা হচ্ছে। গত শনিবার সকাল ৬টার দিকে ট্যাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় গ্যাস সঞ্চালন লাইন বিস্ফোরিত হয়। আগুনে কারখানার ছাদ ও দেয়াল ধসে পড়ে। জেলা প্রশাসনের তথ্যমতে, ট্যাম্পাকোর কারখানায় বিস্ফোরণের ঘটনায় আজ সকাল পর্যন্ত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩৪ জন আহত ও ১০ জন নিখোঁজ রয়েছেন।
বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম মাহমুদ হাসানের নেতৃত্বে গতকাল সোমবার সকালে একটি দল ট্যাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানার ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেন।
সূত্র : এন টিভি
এফএফ