আওয়ার ইসলাম : বাংলাদেশি শ্রমিক নিয়োগে আবার নিষেধাজ্ঞা আরোপ করেছে কুয়েত। কিছুদিন আগে শর্তসাপেক্ষে শ্রমিক নেয়ার কথা বলেছিল কুয়েত। কিন্তু নতুন করে আবার নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।
গত সপ্তাহে প্রায় ২ লাখ বাংলাদেশি শ্রমিক কুয়েতে গেছে। এই নিষেধাজ্ঞায় ভবিষ্যতে বাংলাদেশি শ্রমিকদের কুয়েত গমনের সিদ্ধান্ত পরিবর্তন বা বিধি-নিষেধ যোগ করার বিষয়ে বিস্তারিত জানা যায় নি।
কুয়েতে এর আগে ছয় বছর ধরে বাংলাদেশি জনশক্তি রপ্তানি প্রায় বন্ধ ছিল। দেশটির প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহর ঢাকা সফরের পর পুরোদমে কুয়েতের শ্রমবাজার চালু হবে বলে আশা প্রকাশ করছেন এই খাতের সঙ্গে জড়িত ব্যক্তিরা। কেবল সাধারণ শ্রমিক নয়, চিকিৎসক-প্রকৌশলীসহ অনেক দক্ষ পেশাজীবীরও কর্মসংস্থানের আশা করছে দেশটি।
এফএফ