আওয়ার ইসলাম : চট্টগ্রামে আলোচিত মিতু হত্যার মামলায় যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন তার স্বামী এসপি বাবুল আক্তার। স্ত্রীর হত্যাকান্ডের পর থেকেই তিনি নীরব আছেন। মাঝখানে একবার স্ত্রীকে নিয়ে দীর্ঘ একটি ফেসবুক পোস্ট ছাড়া তার তেমন কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না।
এর আগে গতকাল চাকরি থেকে অব্যাহতি পেয়েছেন বাবুল আক্তার। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার সন্ধ্যায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
গত ৫ জুন ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে নগরীর জিইসি মোড় এলাকায় দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় মামলা করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে।
মেয়ের হত্যাকাণ্ডের সাথে জামাই সম্পৃক্ত থাকতে পারেন এমন সম্ভাবনা বরাবরই দৃঢ়ভাবে নাকচ করে আসছেন নিহতের বাবা বাবুলের শ্বশুর মোশাররফ হোসেন।
এফএফ