আওয়ার ইসলাম : সংরক্ষণের পর্যাপ্ত সুবিধা না থাকায় সাম্প্রতিক কয়েকটি অভিযানে নিহত জঙ্গিদের লাশ সরিয়ে নেবার ব্যবস্থা করতে পুলিশকে চিঠি দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ বলছে, লাশগুলোর এখনো কিছু পরীক্ষানিরীক্ষার রিপোর্ট হাতে পাওয়া বাকি আছে, যা সম্পন্ন হবার পরই সেগুলোর ব্যপারে সিদ্ধান্ত নেয়া হবে।
বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাশ সংরক্ষণের ফ্রিজের মোট ২০টি চেম্বার রয়েছে। এর মধ্যে আটটিই অকার্যকর থাকায়, এই মূহুর্তে ১২টি চেম্বারে ১৬টি লাশ রাখতে হয়েছে। জানা গেছে এর মধ্যে ১৩টি লাশই সাম্প্রতিক কয়েকটি অভিযানে নিহত জঙ্গিদের।
কল্যাণপুরে নিহত নয় জঙ্গি, নারায়ণগঞ্জের তিন জঙ্গি, মিরপুরে নিহত একজনসহ মোট ১৩ জঙ্গির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।। এছাড়া গুলশান হামলায় নিহত ছয়জনের লাশ রাখা আছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। কোন পরিবারই এখনো পর্যন্ত লাশ নিতে চায়নি।
গণমাধ্যমকে পুলিশ জানিয়েছে, পরীক্ষা-নিরীক্ষার ফল পাওয়ার পর পরিবার লাশ নিতে চাইলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এফএফ