আওয়ার ইসলাম : ঢাকা মহানগরীতে আগামীকাল বৃহস্পতিবার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে নগরব্যাপী মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ
গত শনিবার যাত্রাবাড়ীর বেফাক কার্যালয়ে মাওলানা নূর হোছাইন কাসেমীর সভাপতিত্বে নির্বাহী কমিটির এক সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। ওই সভায় নূর হোছাইন কাসেমীকে আহ্বায়ক করে একটি কর্মসূচি বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছে।
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঘোষিত এই মানববন্ধন ঢাকা মহানগরীর ৯টি পয়েন্টে পালিত হওয়ার কথা রয়েছে। পয়েন্টগুলোর হচ্ছে—সদরঘাট টু জিরো পয়েন্ট, জিরো পয়েন্ট টু কাকরাইল মোড়, কাকরাইল মোড় টু মালিবাগ রেল ক্রসিং, মালিবাগ রেলক্রসিং টু রামপুরা ব্রিজ, রামপুরা ব্রীজ টু নতুন বাজার, নতুনবাজার টু কুড়িল বিশ্বরোড, কুড়িল বিশ্বরোড টু এয়ারপোর্ট, এয়ারপোর্ট টু আব্দুল্লাহপুর, আব্দুল্লাহপুর টু জয়দেবপুর চৌরাস্তা।
আগামীকাল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উল্লেখিত নয়টি পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
এফএফ