ঢাকা: ইসলামিক স্টেট এর বরাত দিয়ে মার্কিন ওয়েবসাইট ইন্টেলিজেন্স গুলশানের রেস্টুরেন্টে হামলাকারী ৫ জনের ছবি প্রকাশ করেছে। তবে ছবির এই লোকগুলোই রেস্টুরেন্টে হামলা করেছে কিনা তা নিশ্চিত নয়। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গুলশানে হলি আর্টিসান বেকারি রেস্টুরেন্টের ভেতরের কিছু বীভৎস ছবি ও সেনাবাহিনির নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানের দৃশ্য প্রকাশ করে আইএস।
গুলশানে জঙ্গি হামলায় জড়িতদের পাঁচজন চিহ্নিত জঙ্গি বলে পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক ইতোমধ্যে বলেছেন। তাদের খোঁজা হচ্ছিল জানালেও নাম প্রকাশ করেননি তিনি।
শুক্রবার রাত হামলার ঘণ্টা কয়েক পরই দায় স্বীকার করে আইএস। আমাক এর বরাত দিয়ে এমন তথ্যই জানায় বিতর্কিত মার্কিন ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স। এমনকি ২০ জনকে হত্যার কথাও উল্লেখ করা হয়। শনিবার সকালে যৌথ বাহিনির অভিযানে ঠিক ২০ জনের মৃতদেহই উদ্ধার করা হয়।
/আরআর