সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

পাঁচ বছর পর ভারত-চীনের সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বের দুটি জনবহুল দেশ ভারত ও চীন পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করতে সম্মত হয়েছে। কোভিড-১৯ মহামারীর সূচনায়, ২০২০ সালের গোড়ার দিকে, ভারত ও চীনের মধ্যে ফ্লাইট পরিষেবা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে সীমান্তে উত্তেজনার কারণে এই স্থগিতাদেশ দীর্ঘস্থায়ী হয়।

সোমবার বেইজিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের মধ্যে বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, উভয় দেশ নীতিগতভাবে বিমান পরিষেবা পুনরায় চালু করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। তবে পরিষেবার সুনির্দিষ্ট তারিখ ও বিস্তারিত শিগগিরই ঘোষণা করা হবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই উন্নয়ন নিশ্চিত করে জানিয়েছে, তারা পশ্চিম তিব্বতের পবিত্র কৈলাস পর্বত ও মানসরোবর হ্রদ ভারতীয় তীর্থযাত্রীদের জন্য পুনরায় খুলে দিতে সম্মত হয়েছে। এই স্থানগুলো হিন্দু, বৌদ্ধ, জৈন ও বন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র এবং জনপ্রিয় তীর্থস্থান।

২০২০ সালের জুনে হিমালয়ের সীমান্তে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটে। এই সংঘর্ষের পর সীমান্তে উত্তেজনা কমাতে বিচ্ছিন্নকরণ ও আলোচনা চালানো হয়। তবে কিছু কিছু এলাকায় উত্তেজনা অব্যাহত ছিল।

সম্প্রতি দুই দেশ সম্পর্ক উন্নয়নের দিকে মনোনিবেশ করছে। গত অক্টোবরে রাশিয়ার ব্রিকস সম্মেলনের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বিরল এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বর্তমানে ভারত ও হংকংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট চালু থাকলেও, মূল ভূখণ্ড চীনের সঙ্গে যাত্রীবাহী বিমান যোগাযোগ এতদিন বন্ধ ছিল। নতুন এই সিদ্ধান্ত উভয় দেশের মধ্যে বাণিজ্য ও পর্যটনের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করছে।

হুআ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ