সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

ওয়ার্ড ফাইলে ফুটনোট যোগ করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনেক সময় বই, লেখা বা নথির পৃষ্ঠার নিচে পাদটীকা বা ফুটনোটের প্রয়োজন হতে পারে। বিশেষ করে লেখার উৎস বা সূত্রগুলো গুছিয়ে রাখার বেলায় এটি দরকার হয়।

কোনো নথি লেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করলে সেখানে ফুটনোট যোগ করার একটি বিশেষ ফিচার রয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবেই নথিতে ফুটনোট যোগ করতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট হাও-টু গিক।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে ওয়ার্ড ফাইলে ফুটনোট যোগ করবেন।

. ওয়ার্ড ফাইলটি ওপেন করুন। এরপর যে অংশে ফুটনোট যোগ করতে চান সেখানে কারসর নিয়ে ক্লিক করুন।

. ওপরের রিবন মেনু থেকে ‘রেফারেন্সেস’ ট্যাবটি বেছে নিন।

. ‘ইনসার্ট ফুটনোট’ অপশনে চাপুন।

. এবার স্বয়ংক্রিয়ভাবেই ওই নির্দিষ্ট পৃষ্ঠার শেষে চলে যাবেন, যেখানে ফুটনোট লিখতে পারবেন। এখানে ফুটনোট লিখুন।

. নোট টাইপ করা হলে, যে নোটটি লিখেছেন তার ঠিক আগের ছোট সংখ্যাটিতে ডাবল ক্লিক করুন। এটি করলে নথিতে যেখানে ছিলেন সেখানে ফিরিয়ে নিয়ে যাবে।

কিবোর্ড শর্টকাট

ফাইলে একসঙ্গে অনেকগুলো ফুটনোট যোগ করতে হলে, বার বার রেফারেন্সেস ট্যাব থেকে সেটি সিলেক্ট করা কিছুটা ঝামেলার মনে হতে পারে। এমন পরিস্থিতির জন্য রয়েছে কিবোর্ড শর্টকাট।

. প্রথমে যে অংশের জন্য ফুটনোট চান সেখানে ক্লিক করুন।

. এবার কিবোর্ডে একসঙ্গে ‘অল্টার’, ‘কন্ট্রোল’ ও ‘এফ’ বোতাম চাপুন।

. এবার স্বয়ংক্রিয়ভাবেই ওই নির্দিষ্ট পৃষ্ঠার শেষে চলে যাবেন, যেখানে ফুটনোট লিখতে পারবেন। নোট লেখা হলে ছোট সংখ্যাটিতে ডাবল ক্লিক করুন। এটি করলে নথিতে যেখানে ছিলেন সেখানে ফিরিয়ে নিয়ে যাবে।মাইক্রোসফট ওয়ার্ডের পাশাপাশি গুগল ডকসেও কাজ করবে এ পদ্ধতি।

এনএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ