সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ ।। ২৪ চৈত্র ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
গাজায় গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক হরতালের সঙ্গে একাত্মতা ও অংশগ্রহণের আহ্বান বেফাকের মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি রহ এর ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া। সোমবার পশ্চিম তীর, শরণার্থী শিবির ও প্রবাসে পূর্ণদিবস হরতালের ডাক ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর দৌলতপুরে ইখওয়ানুল উম্মাহ’র প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘মডেল মসজিদকে কেন্দ্র করে ইসলামী সভ্যতা-সংস্কৃতির প্রসার করতে হবে’ ফিলিস্তিন ইস্যুতে মুসলিমদের করণীয় সম্পর্কে বললেন আজহারী এ মাসেই শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল গাজা হত্যার প্রতিবাদে সারা দেশে কর্মসূচি ছাত্রদলের ‘ওয়াকফ বিল পাসের মাধ্যমে মুসলমানদের অধিকার খর্ব করা হয়েছে’ গাজায় গণহত্যা ও  ভারতের ওয়াকফ বিলের প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন 

আ.লীগ রাজনৈতিক দল হতে পারে না, তারা সন্ত্রাসী: জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আওয়ামী লীগকে লক্ষ্য করে বলেছেন, সাড়ে ১৫ বছরে যারা জুলুম করেছে, তারাই ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে। আওয়ামী ক্ষমতায় থাকলেও হত্যাকারী, না থাকলেও হত্যাকারী। বলেন, সব হত্যার বিচার দেখতে চায় দেশের মানুষ। এরা কোনো রাজনৈতিক দল হতে পারে না। তারা সন্ত্রাসী দল। কতো মায়ের বুক খালি করেছে। সবকিছুর বিচার হতে হবে।

মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ছাত্রসমাজ কখনও দুঃশাসন আর দুর্নীতিকে পরোয়া করে না। এ জন্যই দফায় দফায় আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে।

দেশের সার্বভৌমত্ব পাশের দেশের হাতে তুলে দিয়েছিল শেখ হাসিনা। তথাকথিত বুদ্ধিজীবীরা তাদের মাথা ভারতের কাছে বর্গা দিয়ে রেখেছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, আরেকটি যুদ্ধ শুরু করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত করতে হবে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে দিতে হবে। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেয়া হবে না। শিক্ষাপ্রতিষ্ঠান ঠিক না হলে জাতি আবার পথ হারাবে।

এ সময় শিবির নেতাদের উদ্দেশে তিনি বলেন, সত্যের পথে থাকতে হবে। কোনো অন্যায়ের কাছে মাথানত করা যাবে না। শিক্ষার পরিবেশ ফেরাতে কাজ শুরু করতে হবে। যারা দেশকে ভালোবাসে, তাদের সঙ্গে রেখে কাজ করতে হবে।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ