সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

ইসলামী ছাত্রমজলিসের দুই দিনব্যাপী কেন্দ্রীয় কর্মশালা সমাপ্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের দুই দিনব্যাপী কেন্দ্রীয় কর্মশালা সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আশিকুর রহমান জাকারিয়া এর সভপতিত্বে ও  সেক্রেটারী জেনারেল মুহাম্মদ মাহদী হাসানের পরিচালনায় সমাপ্ত হয়েছে।

আজ (১১ অক্টোবর) অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী ছাত্র মজলিসের দায়িত্বশীলদের খেলাফত প্রতিষ্ঠার জন্য যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে উঠতে হবে। একজন ভালো ছাত্র ও চরিত্রবান হতে হবে। খেলাফত প্রতিষ্ঠার কাজকে নিজেদের মিশন ও ভিশনে পরিণত করতে হবে। ভালো ছাত্র ও আদর্শবান হিসেবে গড়তে পারলে সমাজ ও রাষ্ট্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে দুই দিনব্যাপী কর্মশালায় বিষয় ভিত্তিক আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী, যুগ্মমহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, দৈনিক নয়াদিগন্তের সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী, ইসলামী ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, ইসলামী ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, ইসলামী ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, ইসলামী ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুফতি নুর মোহাম্মদ আজিজী, ইসলামী ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি আব্দুর রহীম সাঈদ।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল আজীজ, মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য মাওলানা শরীফুজ্জামান জসিম, মাওলানা খাইরুল ইসলাম ঠাকুর, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা ছানাউল্লাহ আমিনী,  ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নুরে আলম সিদ্দিক, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আশিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আবু বকর মুন্না,স্কুল ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক এহসানে রাব্বি মইন।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ