সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

ন্যায় ও ইনসাফ  প্রতিষ্ঠায় যুব সমাজকে যোগ্য নেতৃত্ব  গড়ে তুলতে হবে: যুব জমিয়ত         

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা তাফহিমুল হক বলেছেন, আজকের দিনের যুব সমাজই আগামী দিনের ভবিষ্যৎ। ইসলামের সূচনালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে যুব সমাজই অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছে। আমাদের স্বাধীনতা সংগ্রাম ও দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন -সংগ্রাম সহ জাতির যেকোন ক্রান্তিকালে যুব সমাজ থেকেছে আপোষহীন।তাই ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় যুব সমাজকে যোগ্য নেতৃত্ব  তুলতে হবে।

গতকাল (১০ অক্টোবর) বৃহস্পতিবার বিকালে বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে যুব জমিয়ত সিলেট জেলা উত্তর,দক্ষিণ ও মহানগর শাখার যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দক্ষিণ শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে জেলা উত্তর যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাসুম আল মাহদি ও মহানগর যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম দিলদার যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখছেন যুব জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি ইসহাক কামাল, সাংগঠনিক সম্পাদক চৌধুরী নাসির উদ্দীন, মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, সাবেক কেন্দ্রীয় নেতা মাওলনা ফয়সল আহমদ,জেলা উত্তর যুব জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা সালেহ আহমদ, মহানগর সিনিয়র সহসভাপতি মাওলানা আসাদ উদ্দীন,মাওলানা আলী আবেদীন,মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, দক্ষিণ জেলা সাধারণ মুহাম্মাদ মনসুর আহমদ, মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান প্রমূখ।

সভায় আগামী ২৪ অক্টোবর ঢাকায় যুব জমিয়তের কেন্দ্রীয় কর্মী সম্মেলনে সিলেটের যুব জমিয়তের কর্মীদের উপস্থিত থাকার আহবান জানানো হয়।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ