সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

‘বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, এখন তো ফ্যাসিবাদী সরকার নেই, সিন্ডিকেটও থাকার কথা নয়, তাহলে জিনিসপত্রের দাম বাড়ছে কেন? তাহলে বুঝা যাচ্ছে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের হাতে এখন বাজার সিন্ডিকেট। ফলে জিনিসপত্রের দাম না কমে বেড়েই চলছে। এটা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে উপদেষ্টা সরকার প্রশ্নবিদ্ধ হবে।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে মানুষ দিশেহারা হয়ে পড়ছে। মানুষ আশা করেছিলো, স্বৈরাচারী সরকারের পতন হলে, দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, নিত্যপণ্যেল দাম কমবে। কিন্তু এখন দেখছি উল্টো। মোটা চাল, মাঝারি চাল কেজিতে তিন-চার টাকা বেড়েছে? তেলের দাম লিটারে ৬ টাকা বেড়েছে, ব্রয়লার মুরগি কেজিতে ১২ টাকা বেড়েছে? এটা জনগণ প্রত্যাশা করেনি। জনগণ সিন্ডিকেটমুক্ত বাজার চায়। তাই বাজার মনিটরিং  জোরদার করে বাজার নিয়ন্ত্রণ করা হোক।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, অন্তর্র্বতী সরকার সংস্কারে ‘ঢিলেঢালা’ ভাব লক্ষ্য করা যাচ্ছে। কঠোরহস্তে সবকিছু নিয়ন্ত্রণে নিতে হবে। অন্তর্র্বর্তী সরকার সবচেয়ে শক্তিশালী সরকার। জনমতের সরকার। কাজেই দৃঢ়তার সাথে শক্তহাতে সব পদক্ষেপ নিতে হবে এবং তা দ্রুত। সকল অশুভ শক্তিকে চিহ্নিত করে কঠোর হাতে সবকিছু করতে হবে। ভয়ের কোন কারণ নেই। জনগণ সরকারের পক্ষে। এ জন্য সরকারেরও জনগণের জন্য কিছু করার আছে। তা হলো যানজটমুক্ত সড়ক এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ