শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ ।। ২০ আশ্বিন ১৪৩১ ।। ২ রবিউস সানি ১৪৪৬

শিরোনাম :
সংলাপে কিছু মৌলিক বিষয়ে সংস্কার নিয়ে কথা বলেছি : জামায়াত আমির ভারতে বিশ্বনবীকে নিয়ে অবমাননার প্রতিবাদে দৌলতপুরে বিক্ষোভ সমাবেশ জলাতঙ্ক রোগ কী? উপসর্গ ও করণীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় জমিয়ত নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নিতে যমুনায় চরমোনাই পীর আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে হেফাজতে ইসলামের শুভেচ্ছা হেফাজতে ইসলাম বারিধারা জোনের কমিটি ঘোষণা, সভাপতি হেলালী, সেক্রেটারি মনিরুল ‘ডিবি কার্যালয়ে আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না’ পরিকল্পিতভাবে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে : মির্জা ফখরুল ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক বার্তা

লেবাননে ইসরাইলি হামলার প্রতিবাদে খেলাফত আন্দোলনের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেবাননে এবং ফিলিস্তিনে ইসরাইলের হামলার প্রতিবাদে রাজধানীর কামরাঙ্গীরচরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

বুধবার (২ অক্টোবর) আছরের নামাযের পরে খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজির নেতৃত্বে জামিয়া নূরিয়ার সামনে থেকে মিছিলটি বের হয়ে কামরাঙ্গীরচর থানা প্রদক্ষিণ করে থানা সংলগ্ন চৌরাস্তায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা ইসরাইলের পতাকায় অগ্নিসংযোগ করে।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এত সভাপতিত্ব করেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। তিনি বলেন, আগ্রাসী ইসরাইলকে থামানোর একটাই উপায়, তা হলো ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র লড়াই। আমরা বাংলাদেশের সবাইকে ইসরাইলের সকল পণ্য বয়কটের আহ্বান জানাচ্ছি। আমরা চাই বাংলাদেশের কোন নাগরিক যেন ইসরাইলী পণ্য ব্যবহার না করে। ইরাকে আমেরিকান আগ্রাসন ঠেকাতে আমরা যেমন জিহাদের জন্য প্রস্তুত ছিলাম ঠিক তেমনি বাংলাদেশের ১৮ কোটি মুসলমান ইসরাইলের বিরুদ্ধে জিহাদের জন্যও প্রস্তুত রয়েছে। আমরা ওআইসিসহ সকল মুসলিম দেশ ও সংস্থাকে ইসরাইলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানাই।

খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, ইসরাইল বিশ্বের মাঝে একটি বিষফোঁড়া। ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র। ইসরাইল চলে আমেরিকার  অর্থে, আমেরিকার অস্ত্রে। ফিলিস্তিন ও লেবাননে আমাদের মুসলিম ভাইদের হত্যা করছে আমেরিকার গোলাবারুদ দিয়ে।  আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আমেরিকা যদি এই হত্যাকাণ্ড বন্ধে পদক্ষেপ না নেয় তাহলে আমরা ইসরাইলী পণ্যের পাশাপাশি আমেরিকান পণ্যও বর্জন করতে বাধ্য হব।

খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দীন বলেন, অবৈধ রাষ্ট্র ইসরাইলের মদদদাতা হচ্ছে আমেরিকা ও ইউরোপ। আমেরিকা মদদ না দিলে তারা গণহত্যা চালাতে পারতো না। মুসলিম বিশ্বের উচিত হবে অবিলম্বে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা।

বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, প্রশিক্ষণ নাজেম মাওলানা ইলিয়াস মাদারীপুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর সেক্রেটারী মোফাচ্ছির হোসাইন, মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী আবুল কাসেম কাসেমী, মাওলানা মাসউদুর রহমান প্রমূখ। লেবাননে ইসরাঈলী হামলা এবং ফিলিস্তিনে ইসরাঈলের চলমান গণহত্যার রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য অন্তর্বতীকালীন সরকারের নিকট দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। আজ (৪ অক্টোবর ২০২৪) শুক্রবার জুমার নামাযের পরে বায়তুল মোকাররমের উত্তর গেটে লেবাননে ইসরাইলী হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মুজিবুর রহমান হামিদী এই দাবি জানান। মাওলানা হামিদীর নেতৃত্বে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি বের হয়ে পল্টন মোড় প্রদক্ষিণ করে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সামনে এসে দুআর মাধ্যমে সমাপ্ত হয়।

সভাপতির বক্তব্যে মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, ইসরাইল বিশে^র মাঝে একটি বিষফোঁড়া। তারা প্রথমে ফিলিস্তিনি মুসলমানদের উপর ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ফিলিস্তিনি মুসলমান নর-নারী ও তাদের ঘরবাড়ি ধ্বংস করেছে। ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালিয়ে তারা ক্ষান্ত হয়নি, এখন তারা হামলা চালাচ্ছে আরেক মুসলিম দেশ লেবাননে। ইসরাইলে এই ধ্বংসযজ্ঞে মদদ যোগাচ্ছে আমেরিকা। আমেরিকা মুসলমানদের কল্যাণ চায় না। ইতোপূর্বে আমেরিকা মিথ্যা অজুহাতে ইরাক ও আফগানিস্তানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তিনি বলেন, বর্তমান অর্ন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের দাবি, ইসরাইলী এই বর্বতার রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও প্রতিবাদ জানানো হোক। লেবানন ও ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়াতে বাংলাদেশের সব মুসলমান প্রস্তুত আছে। তিনি সবাইকে আমেরিকা ও ইসরাইলের পণ্য বর্জনেরও আহবান জানান।

বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল-হাদী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর সেক্রেটারী মোফাচ্ছির হোসাইন, মহানগর অর্থ সম্পাদক মাওলানা জাফর আহমাদ, দাওয়াত ও তাবলীগ সম্পাদক মাওলানা তানজীল হাসান, খেলাফত ছাত্র আন্দোলনের সেক্রেটারি জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ প্রমূখ।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ