সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

নির্বাচন হতে হবে সংস্কার কার্যক্রম শেষে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে আলেম ও ইসলামী স্কলার অন্তর্ভুক্ত করার যে দাবি উঠেছে তা কার্যকর করতে হবে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের বৈঠকে এ কথা বলেন তিনি।

আব্দুল বাছিত আজাদ বলেন, নিত্যপণ্যের বাজারের অস্থিতিশীলতা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। পতিত স্বৈরাচার নতুনভাবে ফিরে আসার যে ষড়যন্ত্র করছে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠকে কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্যদের মধ্যে বক্তব্য দেন ড. আবদুল লতিফ মাসুম, মাওলানা সৈয়দ ফেরদাউস বিন ইসহাক, মাওলানা আবদুল কাইউম সোবহানী, ডা. আবদুল্লাহ খান, মাওলানা মাহবুবুল হক কাসেমী, শায়খুল হাদীস মাওলানা আসাদুল্লাহ, ড. ইউসুফ আলী, ডা. আবু হোসেন, মাওলানা শরাফত আলী, মাওলানা নজরুল ইসলাম মাজহারী।

বৈঠকে লেবাননে ইসরাইলের নির্বিচার বোমা বর্ষণে নারী-শিশুসহ হাজারও লেবানীজ নাগরিক হত্যার তীব্র নিন্দা জানানো হয়। হামলা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ