রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ।। ১৩ আশ্বিন ১৪৩১ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
আগামীর বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য হতে হবে: আল্লামা আলী উসমান একমাত্র আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার মাধ্যমেই বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব ‘প্রশাসনে এখনো স্বৈরাচারের সহযোগী; ব্যবস্থা না নিলে বড় আকার ধারণ করতে পারে’ সিরাতুন্নাবী সা. বক্তৃতা প্রতিযোগিতায় ১ম রাজধানীর জামিয়া কাসেম নানুতবীর ফেরদাউস ইসলাম সিরাতুন্নাবী সা. প্রতিযোগিতা অনুষ্ঠিত, বক্তৃতা ও সাধারণ জ্ঞানে পুরস্কার পেলেন যারা জন্ম থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যকামী দল হেফাজতে ইসলাম মাগুরা জেলা কমিটি গঠিত ভারতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে গওহরডাঙ্গা বোর্ডের সমাবেশ ২ অক্টোবর হিজবুল্লাহর প্রধান কে এই হাসান নাসরুল্লাহ জাতীয় পাঠ্যপুস্তক সংশোধনে গঠিত কমিটি বাতিল ঘোষণা

একমাত্র আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার মাধ্যমেই বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, পরিপূর্ণ বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ সমাজ গড়া একমাত্র আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার মাধ্যমেই সম্ভব। তাই মানব রচিত তন্ত্র-মন্ত্র বাদ দিয়ে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা খেলাফতের দিকে সকলকে দাওয়াত দিচ্ছি।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলা ও ময়মনসিংহের নান্দাইল, ঈশ্বরগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত পৃথক পৃথক গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিানর বলেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং মাদরাসার ছাত্ররা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একই কাতারে দাঁড়িয়ে সকল বিভেদের দেওয়াল ভেঙ্গে ছাত্র জনতা ঐক্যের ভীত রচনা করেছে। আমার সন্তানেরা রাজপথে মিছিল করেছে। শ্লোগানে শ্লোগানে রাজপথ উত্তাল করে তুলেছে।

যখনই আযানের সময় হলো সঙ্গে সঙ্গে একজন ভার্সিটির ছাত্র আল্লাহু আকবার বলে আজান দিলো আরেকজন ছাত্র সামনে দাঁড়িয়ে ইমামতি করলো। যে রাজপথে তারা সংগ্রাম করেছিলো। সে রাজপথের উত্তপ্ত পিচকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সেজদায় লুটে পড়েছিলো। এটাই ছিলো ২০২৪ সালের ৫ আগস্ট বিপ্লবের চেতনার মুল প্রেরণা। এটাই ছিলো আগস্ট বিপ্লবের মুলশক্তি। এ শক্তিকে যদি কেউ ধ্বংস করতে চায়। এ বিপ্লব থেকে যদি কেউ আল্লাহর নাম মাইনাস করতে চায়। তাদের বিরুদ্ধে গর্জে ঊঠতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ