রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

জাতীয় সীরাত প্রতিযোগিতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

একটি অনুপম আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে জাতীয় সীরাত প্রতিযোগিতা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথির বক্তব্য প্রদান এবং সীরাত প্রতিযোগিতা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।

উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার, সেক্রেটারি ডা. মুহাম্মাদ শহিদুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, দফতর সম্পাদক অধ্যাপক ফজলুল হক মৃধা, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম খোকন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা জিয়াউল আশরাফ, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা কামাল হোসাইন, সদস্য মাওলানা জোবায়ের হোসাইন, হাফেজ শাহাদাত হোসাইন প্রধানিয়া, মুহাম্মাদ জসিম খা প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ