সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

বিএনপির সঙ্গে আমাদের জোট নেই : জামায়াত নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সমাবেশে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেলারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

বিএনপির সঙ্গে জামায়াতের জোট নেই বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেলারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর বাস্তবে কোনো দলীয় জোট নেই।

শুক্রবার (৩০ আগস্ট) নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক প্রীতি সমাবেশে এ কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকারে বিএনপি-জামায়াত জোট না থাকার ঘোষাণা দেওয়ার এক দিন পরই এই কথা বলেন তিনি।

গত আন্দোলনে বিএনপি থেকে জোট না থাকার ঘোষণা দিয়েছেন তাদের দলীয় নেতারা। তাই তাদের সঙ্গে এখন আমাদের কোনো দলীয় জোট নেই। তবে পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় আছে, থাকবে এবং তাদের সঙ্গে যোগাযোগ আছে, এটা দল রক্ষা করে চলবে। তাদের সঙ্গে মাঝে মাঝে বসা হয় এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা অব্যাহত আছে।’

ইসলামী দলগুলোর সঙ্গে আগামীতে জোট গঠন নিয়ে তিনি বলেন, ‘প্রথম কথা হচ্ছে, সাধারণ মানুষের দীর্ঘদিন ধরে একটা সেন্টিমেন্ট (চিন্তা) আছে, ইসলামী দলগুলো এক হওয়া বা কাছাকাছি আসা বা একসঙ্গে রাজনীতি করা। সে বিষয়ে আমাদের কাজ অব্যাহত আছে, আমরা এ বিষয়ে পজিটিভ আছি এবং সেই বিষয়ে জামায়াত কাজ করছে।’

৫ আগস্টের পর সারা দেশে হামলা ও ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, ‘একটি মহল এসব হামলা চালিয়ে আমাদের ওপর দায় চাপানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু এসব হামলার সঙ্গে আমাদের লোকজন জড়িত নয়। বরং আমাদের আমিরের নেতৃত্বে থানা, মন্দিরসহ বিভিন্ন স্থাপনা পাহারা দিয়েছি।’

নরসিংদী জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মুসলেহুদ্দীনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মু. আব্দুল জব্বার।

আরো বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন, নরসিংদী সদর থানা আমির মাহফুজ ভূইয়া, শিবপুর উপজেলা আমির মোস্তাফিজুর রহমান কাউছার, জেলা জামায়াতের পেশাজীবী শাখার সভাপতি মো. ইব্রাহিম, ডা. আমিরুল হক শামীম, শহর জামায়াতের সাবেক আমির বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মানিক, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ