কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী নাশকতা ও হামলার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাষ্ট্রীয় স্থাপনা ও সম্পত্তিতে হামলার অর্থ রাষ্ট্রের ওপর হামলা। শুক্রবার (২৬ জুলাই) প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘সন্ত্রাস নয়, শান্তি চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, এই নাশকতায় জড়িতরা যাতে আইনের ফাঁকফোকর গলে বেরিয়ে যেতে না পারে, সেই বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে সরকার। তবে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়রানি করা হবে না। শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে সহিংসতা চালিয়েছে বিএনপি-জামায়াত ও জঙ্গি গোষ্ঠী। যার প্রমাণ সরকারের হাতে আছে। তাই শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না।
সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার পরও কারা জঙ্গি-সন্ত্রাসীদের সহিংসতার সুযোগ করে দিয়েছে, এমন প্রশ্নও তোলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনকারীরা ধৈর্য ধরলে এত সহিংসতা হতো না। ছাত্রদের দিয়ে কেউ যেন আবারো এমন ঘটনা না ঘটায়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
হামাআ/