ভারতের লোকসভা নির্বাচনে মঙ্গলবার (৪ জুন) বাংলাদেশ সময় অনুযায়ী রাত ১২টা পর্যন্ত মোট ৫১২টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: রয়টার্স
ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী, চূড়ান্ত ফলাফলে এখন পর্যন্ত ২৩৩টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ৯০টি আসনে জিতেছে কংগ্রেস।
ওয়েবসাইটের তথ্য বলছে, সমাজবাদী পার্টি (এসপি) ৩৬ আসনে জয় পেয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে ২৯ আসনে। জনতা দল (জেডি-ইউ) ১২টি, ডিএমকে ১৭, তেলেগু দেশম পার্টি (টিডিপি) ১৩, শিবসেনা (উদ্ভব) ৮, শিবসেনা (এসএইচএস) ৭টি, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) ৫টি আসনে জয় পেয়েছে।
এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এটা নিশ্চিত যে, বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারছে না। লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে সরকার গড়তে প্রয়োজন ২৭২ আসন। বিজেপি যেসব আসনে এগিয়ে রয়েছে, সেগুলোতে জয় ধরলেও আসনসংখ্যা তার চেয়ে কম থাকে।
না/