বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ।। ১ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ১৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
কাকরাইলের মুরব্বি মাওলানা ইউসুফের ইন্তেকাল শ্রীমঙ্গলে সুলাইমানীয়া মাদরাসার ছাত্রদের হিফজ সবক প্রদান অনুষ্ঠান মুসলিম পুরুষদের একাধিক স্ত্রী রাখতে বাধা নেই: ভারতীয় হাইকোর্ট মাদরাসার বিরুদ্ধে নেতিবাচক সংবাদে যে কাজটি করা দরকার দুই মিনিটও দাঁড়িয়ে থাকতে পারছেন না সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ! বাংলাদেশ-ভারত ক্রস বর্ডার ট্রেড বিষয়ক গবেষণামূলক বইয়ের মোড়ক উন্মোচন ‘ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী’ নেত্রকোনার দুর্গাপুরে আস সুন্নাহ পক্ষ থেকে উদ্যোক্তা তৈরি প্রকল্পের অর্থ সহায়তা প্রদান যে ২ সুরায় হয় আত্মরক্ষা যে কারণে আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন না

সীমান্তে ঘাস কাটতে বাধা, বিএসএফ জওয়ানের দুই আঙুল কাটল বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঠাকুরগাঁওয়ে সীমান্তে ঘাস কাটতে বাধা দেওয়াই বিএসএফের  দুটি আঙুল বিচ্ছিন্ন করেছেন এক বাংলাদেশি কৃষক।

অভিযোগ উঠেছে, এক বাংলাদেশি নাগরিক সীমান্ত  ঘাস কাটতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই বাংলাদেশি এক বিএসএফ জওয়ানের হাতের দুটি আঙুল ধারালো অস্ত্রের আঘাতে বিচ্ছিন্ন করে ফেলেছেন।

বুধবার  (১৪ মে)  দুপুরে জেলার রাণীশংকৈল উপজেলার ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধীন ধর্মগড় সীমান্ত ফাঁড়ির (বিওপি) আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে।

 
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকজন বাংলাদেশি দৈনন্দিন প্রয়োজনে ঘাস সংগ্রহের জন্য  স্থানীয়  সীমান্ত  যায়। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের থামানোর চেষ্টা করলে এক ব্যক্তি  তার কাছে থাকা ধারালো কাস্তে দিয়ে এক বিএসএফ জওয়ানের হাতে সজোরে আঘাত করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই আঘাতে বিএসএফ জওয়ানের হাতের দুটি আঙুল তৎক্ষণাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আকস্মিক এ ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েন অন্য বাংলাদেশি সঙ্গীরা।

 
তাদের মধ্যে তিনজন দ্রুত নিজেদের সীমানায় ফিরে আসতে সক্ষম হলেও অভিযুক্ত ব্যক্তিকে বিএসএফ সদস্যরা ধরে ফেলেন। এ মুহূর্তে আটক বাংলাদেশি নাগরিককে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল তানজির আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা আমাদের নাগরিককে নিরাপদে ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আশা করছি খুব শিগগিরই পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধান হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ