বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ।। ১ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ১৭ জিলকদ ১৪৪৬


‘ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের অহংকার পাকিস্তান সেনাবাহিনী মাটিতে মিশিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

বুধবার (১৪ মে) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। পাসরুর সেনানিবাসে সৈনিকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন তিনি।

শেহবাহ শরীফ বলেন, বলেন, “আমাদের থেকে বড় শত্রু ভারতের অনেক বিলিয়ন ডলারের যুদ্ধসরঞ্জাম আছে বলে তারা গর্ব করত। কিন্তু আপনারা (সৈনিকরা) তাদের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছেন, তাদের বড়সড় ধাক্কা দিয়েছেন।”

তিনি আরও বলেন, “ভারত ভাবত যে— পাকিস্তান প্রচলিত যুদ্ধ কৌশলে অনেক পিছিয়ে, কিন্তু আপনারা যেভাবে যুদ্ধ করেছেন, তা প্রমাণ করে দিয়েছে যে আমরা শুধু প্রচলিত যুদ্ধেই নয়, প্রযুক্তিগত দিক থেকেও সমানভাবে প্রস্তুত।”

প্রধানমন্ত্রী শেহবাজ সরাসরি ভারতকে উদ্দেশ করে বলেন, “আমরা যুদ্ধের জন্যও প্রস্তুত, আবার শান্তির জন্যও। (কোনটি তোমরা চাও, সেই) সিদ্ধান্ত তোমাদের।”

ভারতের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “ভারত যদি আমাদের পানির প্রবাহ বন্ধ করে দেয়, সেটা হবে আমাদের জন্য রেড লাইন। পানি আমাদের অধিকার। সেই অধিকার রক্ষায় আমাদের সাহসী সেনাবাহিনী লড়াই করবে।”

কাশ্মীর ইস্যুতে শেহবাজ বলেন, “কাশ্মীর ইস্যু জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী সমাধান করতে হবে। তারপরই বাণিজ্য আলোচনার কথা ভাবা যেতে পারে। শুধু বাণিজ্য নিয়ে আলাদা আলোচনা নয়, এটি হতে হবে একটি সমগ্র আলোচনা কাঠামোর অংশ হিসেবে।”

তিনি বলেন, পেহেলগাম হামলার ঘটনায় পাকিস্তান পূর্ণ ও আংশিক তদন্তের প্রস্তাব দিয়েছিল এবং সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ভারতের পক্ষ থেকে সেই প্রস্তাবের বদলে রাতের আঁধারে হামলা চালানো হয়। পাকিস্তান এরপর উপযুক্ত জবাব দিয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ