বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


ঢাকাসহ কয়েকটি বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার (২ মে) সকাল ৯টার মধ্যে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় এবং চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (১ মে) আবহাওয়া অধিদপ্তরের বিভাগীয় পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার সই করা এই বিভাগীয় পূর্বাভাসে আরও জানানো হয়েছে, গতকাল ঢাকা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে সর্বোচ্চ ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে সর্বোচ্চ ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে সর্বোচ্চ ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে সর্বোচ্চ ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় সর্বোচ্চ ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে সর্বোচ্চ ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এছাড়া, এসময়ের মধ্যে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ