বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২৩ মাঘ ১৪৩১ ।। ৭ শাবান ১৪৪৬


পতিত এমপি-মন্ত্রীদের বাড়ি ভেঙে শহিদদের ফ্ল্যাট দেওয়ার দাবি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভোটাধিকার কুক্ষিগত করায় শেখ হাসিনা  ও আওয়ামীলীগের এমপি-মন্ত্রীদের আলিশান বাড়ি ভেঙে জুলাই আন্দোলনে শহিদদের পরিবারের জন্য ভবন নির্মাণ করে প্রতিটি পরিবারকে ফ্ল্যাট উপহার দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে এমন আহ্বান জানান তিনি। 

সমন্বয়ক হান্নান মাসউদ লেখেন, ‘খুনি হাসিনাসহ সকল ভোটচোর ফ্যাসিস্ট এমপি-মন্ত্রীর আবাস ভেঙে সেখানে ভবন নির্মান করে প্রতিটি শহিদ পরিবারকে ফ্ল্যাট উপহার দেয়া এখন সময়ের দাবি।’

এর কিছুক্ষণ পরই আরেকটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এটা এই প্রজন্মের ক্ষোভ। বাপকে বেইচা মানুষকে গুম-খুন করার ক্ষোভ। চোখের সামনে তাদের ভাই-বোনদের রক্ত ঝরানোর ক্ষোভ। এটা যে কোনো স্বৈরাচারের-অত্যাচারীর জন্যে বড় শিক্ষা হয়ে থাকবে। যদিও কেউ-ই ইতিহাস থেকে শিক্ষা নেয় না।’

এদিকে বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর ও আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনায় এক ফেসবুক স্ট্যাটাসে সমন্বয়ক সারজিস আলম লিখেছেন, ‘আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট!’

এমন ক্ষুব্ধ স্ট্যাটাস দিতে দেখা গেছে ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাচ্ছুমকেও। হাসনাত তার স্ট্যাটাসে লিখেছেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ। নুসরাত লিখেছেন, ৯টা বলে ৮টায় শুরু করার ধিক্কার জানাই! হায়রে মানোস (মানুষ)! ছিহ সমন্বয়ক (সমন্বয়ক) ছিহ!

উল্লেখ্য, বুধবার রাত ৯টায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগ দেন। যার প্রতিবাদে বুধবার রাত ৯টার দিকে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স। এরপর বিভিন্ন স্লোগান দিয়ে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর শুরু করেন তারা।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ