জ্বালানির অভাবে গাজার বেশিরভাগ জরুরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে উপত্যকায় নতুন করে মানবিক সংকটের ইঙ্গিত দিচ্ছে। বুধবার জাগাার সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে।
সিভিল ডিফেন্স জানায়, গাজা গভর্নরেটের বেশিরভাগ সিভিল ডিফেন্স যানবাহন জ্বালানির অভাবে কাজ করা বন্ধ করে দিয়েছে। বর্তমানে, আমরা শুধুমাত্র একটি পানি সরবরাহকারী ট্যাংকার এবং একটি উদ্ধারযান চালাতে পারছি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকে জরুরি কর্মীরা বহু নাগরিকের সাহায্যের ডাকে সাড়া দিতে পারেনি বা ইসরায়েলি হামলার স্থানগুলোতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।
সিভিল ডিফেন্স আরও সতর্ক করে বলেছে যে, জ্বালানির ঘাটতির সঙ্গে হাজার হাজার মানুষের উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত হওয়া যোগ হওয়ায় এই সংকট আরও তীব্র আকার ধারণ করছে, যা পুরো অঞ্চলের মানবিক প্রয়োজন মোকাবিলায় গুরুতর প্রভাব ফেলছে।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ৬,০০০-এর বেশি আহত হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে মোট প্রায় ৪৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
এমএইচ/