স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ ছয় দফা দাবি জানিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা।
রোববার ( ১৯ জানুয়ারি ) জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।
ঐক্যজোটের আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল আমিন বলেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সরকারি বিধি-নিয়ম অনুসরণ করে চাকরি করছি। প্রায় ৪০ বছর বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপান করছি।
আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শামসুল আলমের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কমিটির নির্বাহী সদস্য মো. আলাউদ্দিন খন্দকার, মো. খোরশেদ আলম, মাওলানা মো. নূরুল আমীন, মো. আব্দুল হান্নান প্রমুখ।
বিনু/