শনিবার, ১৫ মার্চ ২০২৫ ।। ১ চৈত্র ১৪৩১ ।। ১৫ রমজান ১৪৪৬

শিরোনাম :
‘ধর্ষণ’ শব্দের বদলে ‘নারী নির্যাতন’ ব্যবহারের অনুরোধ ডিএমপি কমিশনারের বাংলাদেশে ঈদ কবে? যা জানাল আবহাওয়া অধিদপ্তর বাংলাবান্ধা এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে লাইনচ্যুত ধূমকেতু এক্সপ্রেস শাপলা চত্বর-জুলাই গণহত্যার বিচারসহ ৫ দাবিতে কওমি শিক্ষার্থীদের বিক্ষোভ  ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেল গঠন ইরানে হিজাববিহীন নারীদের শনাক্ত করতে ড্রোন ব্যবহার ‌‌‌‘ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক তা চায় না’ মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন কওমি শিক্ষার্থী মাসুমের ১৫ তম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্যের ব্যাপারে কথা বলেছি: মোহাম্মদ তাহের

বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতকাল (শুক্রবার, ১৪ মার্চ) বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার উদ্যোগে ‘তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জানা যায়, যশোর প্রেসক্লাব এর অডিটোরিয়ামে বিকাল ৩টায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা আবদুল মান্নান।

সভায় আলোচকবৃন্দ বলেন যে, বিগত জীবনে মানব রচিত মতবাদ ও তন্ত্রমন্ত্রে দেশ পরিচালিত হওয়ায় দেশে শান্তি আসে নাই। শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে। দেশের জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। একমাত্র খেলাফত রাষ্ট্র ব্যবস্থা তথা কোরআনী শাসন ছাড়া জাতির মুক্তি আসতে পারে না।

বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করেন যশোর জেলা শাখামজলিসের সহ সভাপতি মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা নাজিরুদ্দীন, মুফতী হাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ। 

সভাপতি মাওলানা আব্দুল মান্নান সাহেব তার সমাপনি বক্তব্যে বলেন জাতি আর কোন ফ্যাসিস্ট সরকারকে দেখতে চায় না। আসুন বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে এসে কোরআনী শাসন প্রতিষ্ঠা করে ইহোলৌকিক-পারলৌকিক জীবনের মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ করি।

অনুষ্ঠানে শিশু আছিয়াকে ধর্ষণের মাধ্যমে হত্যা করে যারা এ বর্বর আচরণ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ যাবতীয় পাপাচার রোধে কুরআনের বিধান প্রকাশ্যে রাস্তবায়নের আহবান জানানো হয়।

মুফতি রফিক শোয়াইব এর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস, যশোর জেলা শাখার সহ সভাপতি মাওলানা রমিজ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আরীফুল্লাহ আলমগীর, খেলাফত মজলিস যশোর নগর কমিটির সভাপতি মুফতী তাওহীদুর রহমান, খেলাফত মজলিস শার্শা থানার সভাপতি মাওলানা আব্দুল করিম, মাওলানা জয়নুল আবেদীন, মুফতী শহিদুল্লাহ কাসেমী প্রমুখ ।

এছাড়াও ইফতার মাহফিলে বাংলাদেশ খেলাফত মজলিসের ইউনিয়ন, উপজেলা ও থানা পর্যায়ের নির্ধারিত ডেলিগেট ও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ