বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এখানে ব্যক্তিগত এবং ব্যাবসায়িক প্রফাইলের মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে পৌঁছানো সম্ভব। কিন্তু আজকাল ফেসবুকের অ্যালগরিদম পরিবর্তনের ফলে পেজের অর্গানিক রিচ বাড়ানো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই কন্টেন্ট সঠিক দর্শকদের কাছে পৌঁছানোর জন্য কিছু নির্দিষ্ট কৌশল অনুসরণ করতে হবে।
মানসম্পন্ন কন্টেন্ট তৈরি
মানুষ শুধু সেই কন্টেন্টের আগ্রহ দেখায়, যা তাদের জন্য প্রাসঙ্গিক ও আকর্ষণীয়। ছবির মান, ভিডিওর গুণগত মান এবং লেখার সাবলীলতা নিশ্চিত করুন।
পোস্ট করার সঠিক সময়
ফেসবুক ইনসাইট থেকে দর্শকরা কখন সক্রিয় থাকে তা খুঁজে বের করে সেই সময়ে পোস্ট করা উচিৎ। সক্রিয় সময়ে পোস্ট করলে বেশি রিচ পাওয়ার সম্ভাবনা বাড়ে।
ভিডিও কন্টেন্টের ব্যবহার
ভিডিও কন্টেন্ট ফেসবুকে বেশি জনপ্রিয়। বিশেষ করে সংক্ষিপ্ত এবং ইন্টারেক্টিভ ভিডিও দর্শকদের আগ্রহ ধরে রাখে।
হ্যাশট্যাগ ব্যবহার
সঠিক এবং প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করলে পোস্ট আরো বেশি মানুষের কাছে পৌঁছায়। তবে অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার থেকে বিরত থাকা ভালো।
ফেসবুক গ্রুপে যুক্ত
পেজের বিষয়বস্তু সম্পর্কিত গ্রুপে সক্রিয় থেকে সেখানে পেজের পোস্ট শেয়ার করলে বেশি মানুষ পেজ সম্পর্কে জানতে পারবে।
কমেন্টের উত্তর
দর্শকদের মন্তব্য বা প্রশ্নে উত্তর দিলে এটি আরো এনগেজমেন্ট বাড়ায়।
অ্যানালিটিকস ব্যবহার
ফেসবুক ইনসাইট ব্যবহার করে কোন পোস্ট বেশি কার্যকর তা বোঝা যায়। অ্যানালিটিকসের ভিত্তিতে ভবিষ্যৎ কন্টেন্টের পরিকল্পনা করলে খুব সহজেই পেজের রিচ বাড়ানো সম্ভব।
এনএ/