বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ ।। ১ মাঘ ১৪৩১ ।। ১৫ রজব ১৪৪৬


কাশিমপুর কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আসামি পলায়নের ঘটনায় হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে তার স্থলে নতুন জেল সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রত্যাহারের বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুব্রত কুমার বালা। তার পরিবর্তে নতুন জেল সুপার মাইন উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কারা কর্তৃপক্ষ সূত্রে আরও জানা গেছে, গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে কারারক্ষিদের জিম্মি করে ২০৯ জন বন্দি পালিয়ে গেছে। এসময়ে কারারক্ষীদের গুলিতে নিহত হয়েছেন ৬ জন। কারাগারে বন্দিদের বিক্ষোভ এবং পালিয়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ওই কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করা হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ