রাজধানীতে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন ধরিয়ে দিয়েছে আন্দোলনকারীরা। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকে। সোমবার (৫ আগস্ট) বিকাল পৌনে ৪টার দিকে সেখান আগুন জ্বলতে দেখা যায়।
এছাড়া, ধানমন্ডির ৩/এ–তে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যাল ও ঢাকা জেলা কার্যালয়েও আগুন দিয়েছে আন্দোলনকারীরা। সোমবার বিকাল ৪টার দিকে আগুন দেন তারা।
এদিকে রাজধানীর বিজয় সরণিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করা হয়। কয়েকজনকে বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করতে দেখা গেছে।
এর আগে পদত্যাগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা দেশ ছাড়েন। বেলা আড়াইটায় একটি সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা দেশত্যাগ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।
কেএল/