মুহতামিম নিচ্ছে রাজধানীর মধ্যবাড্ডায় অবস্থিত জামিয়া দারুল উলুম নূরিয়া মাদরাসা ও এতিমখানা।
৬ ডিসেম্বর মাদরাসাটি এ মর্মে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে।
মাদরাসাটির আহ্ববায়ক আলহাজ্ব মোঃ জয়নাল আবেদিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামিয়া দারুল উলূম নূরিয়া মাদরাসা ও এতিমখানা, মধ্যবাড্ডা, ঢাকা-১২১২ (নূর মসজিদ সংলগ্ন) দাওরায়ে হাদীস পর্যন্ত মাদরাসার জন্য একজন দক্ষ ও অভিজ্ঞ মুহতামিম আবশ্যক। প্রার্থীকে কোন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে দাওরায়ে হাদীস পর্যন্ত পড়ানো এবং পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।’
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মুহতামিম পদে প্রার্থীর বয়স চল্লিশ (৪০) উর্ধ্ব হতে হবে। দাওরায়ে হাদীস সহ অন্যান্য ক্লাসে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র মাদরাসার অফিস কক্ষে ২২/১২/২৪ ইং রোজ রবিবারের মধ্যে জমা দিতে অনুরোধ করা হলো।
মোবাইল: ০১৭২৪৯৮৮৮৪৮
হাআমা/